ফ্যাটি লিভারের সাতকাহন
দেহের গুরুত্বপূর্ণ এবং বৃহৎ অভ্যন্তরীণ অঙ্গ লিভার। বাংলায় যাকে যকৃৎ বা কলিজা নামে জানে। একজন পূর্ণাঙ্গ বয়স্ক মানুষের শরীরে লিভারের ওজন হয়ে থাকে ১.৪ থেকে ১.৮ কেজি পর্যন্ত। এটি শরীরের পেটের ডান পাশের উপরিভাগে অবস্থান করে। দেহের প্রয়োজনীয় অনেক উপাদান, বিশুদ্ধকরণ এবং সংরক্ষণ হয়ে থাকে লিভারে। যদি কোনো কারণে লিভার রোগাক্রান্ত হয়, তবে রোগীর সাধারণ কার্যক্ষমতা মারাত্দকভাবে ব্যাহত হয়। আমরা আমাদের মুখ দিয়ে যেসব খাবার পথ্য, ওষুধ যা কিছু গ্রহণ করি, সেগুলো প্রায় পুরো অংশই খাদ্যনালি থেকে আহরিত হয়ে লিভারে...
Posted Under : Health Tips
Viewed#: 247
আরও দেখুন.

